ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ওয়াটফোর্ডের কাছে চেলসির বড় হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হেরে পয়েন্ট হারালো শিরোপা প্রত্যাশী চেলসি। এর ফলে ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে ওয়াটফোর্ড। ৬৯ পয়েন্ট নিয়ে সবার উপড়ে ম্যানচেস্টার সিটি।

ভিয়ারেজ রোড স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়াটফোর্ড। ৪২ মিনিটে ডেনির পেনাল্টি গোলে এগিয়ে যায় বিজয়ীরা। ৮২ মিনিটে হাজার্ডের গোলে ১-১ এ সমতা আনে চেলসি। কিন্তু শেষ ৭ মিনিটে আরও ৩ গোল খেয়ে ৪-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে চেলসি।  ৮৪, ৮৮ ও ৯১ মিনিটে গোলগুলো করেন যথাক্রমে ডেনি, ডুলফিয়ে ও পেরেরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি