ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাতে জার্মানির মুখোমুখি ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। বার্লিনে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে এ ম্যাচ।

২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে সেলেসাওরা। ওই মোকবেলার পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। সে হারের প্রতিশোধ নিতে এ ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না তিতের শিষ্যরা।

ঘরের মাঠে জার্মানি শক্তিশালী হলেও সাফল্য পাওয়া কঠিন হবে না বলে মত ব্রাজিল শিবিরের। এদিকে, বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নিজ দর্শকদের সামনে জয়ের ব্যাপারে বেশ প্রত্যয়ী।

সূত্র: গোল ডট কম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি