ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নেইমারকে রিভালদো

সেরা হতে চাইলে অন্য কোনো ক্লাবে খেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল বলে মনে করছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রিভালদো। তিনি বলেছেন, পিএসজিতে গিয়ে ভুল করেছেন নেইমার।
গত বছর মৌসুমের শুরুতে বিশ্ব রেকর্ড দামে পিএসজিতে যোগ দেন ২৬ বছরের ফরোয়ার্ড। লিগ ওয়ানে শুরুটাও ছিল দুর্দান্ত। ২০ ম্যাচে ১৯ টি গোলও করেছেন। ইনজুরিতে না পড়লে হয়তো সেই ধারাবাহিকতা ধরে রাখতেন তিনি। কিন্তু রিভালদোর মতে, ফ্রান্সে নেইমার তার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবেন না।
ব্যালন ডি’অর জিততে চাইলে নেইমারকে অন্য কোথাও যাওয়া উচিত বললেন ব্রাজিলের সাবেক তারকা। বলেন, ‘যদি তুমি বিশ্বের সেরা হতে চাও, তাহলে অন্য কোথাও যেতে হবে। পিএসজি শক্তিশালী দল, কিন্তু চ্যাম্পিয়নস লিগে তাদের ঐতিহ্য নেই। ইউরোপের সেরা দল নয় তারা।’
রিভালদো আরও ব্যাখ্যা দিলেন, ফরাসি লিগ ইংলিশ, স্প্যানিশ কিংবা জার্মান লিগের মতো নয়। এ কারণে আমি মনে করি সে একটা ভুল করেছে। কিন্তু আর্থিকভাবে এটা ছিল তার ও তার পরিবারের জন্য ভালো। ব্যালন ডি’অর পেতে হলে তোমাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে, ভিন্ন কিছু অর্জন করতে হবে।
সূত্র : গোল ডটকম।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি