ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

রোনাল্ডো-সালাহ এর অপেক্ষায় ফুটবলবিশ্ব  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২৬ মে ২০১৮ | আপডেট: ১২:৪৩, ২৭ মে ২০১৮

রোনাল্ডো বনাম সালাহ! কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনালে দলকে ছাপিয়ে শিরোনামে এই দুই তারকা ফুটবলার৷  

একদিকে রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রোনাল্ডো৷ ফাইনালে গোল করলে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার নজির গড়বেন ক্রিশ্চিয়ানো৷ সঙ্গে মাদ্রিদের ক্লাবের হয়ে পাঁচবার ইউরোপ সেরার নজির গড়ার সুযোগ রয়েছে পর্তুগিজ তারকার৷ অতীতে ২০০৮, ২০১৪, ২০১৬, ২০১৭ সালে রিয়ালের জার্সিতে ইউরোপের সেরা ক্লাবের মুকুট জয়ের স্বাদ পেয়েছেন সি আর সেভেন৷

একনজরে দেখা নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কার বিরুদ্ধে কটি গোল করেছেন রোনাল্ডো-

ক্লাব- রিয়েল মাদ্রিদ ২০১৬-১৭ মরশুম, প্রতিপক্ষ – জুভেন্তাস, রিয়াল ফাইনাল জেতে ৪-১ ব্যবধানে, ফাইনালে রোনাল্ডোর গোল ২টি৷

ক্লাব- রিয়েল মাদ্রিদ ২০১৫-১৬ মরশুম, প্রতিপক্ষ – অ্যাটলেটিকো মাদ্রিদ, পেনাল্টিতে রিয়াল ফাইনাল জেতে ৫-৩ ব্যবধানে, ফাইনালে রোনাল্ডোর গোল ০৷

ক্লাব- রিয়েল মাদ্রিদ ২০১৩-১৪ মরশুম, প্রতিপক্ষ – অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল ফাইনাল জেতে ৪-১ ব্যবধানে, ফাইনালে রোনাল্ডোর গোল ১টি৷

ক্লাব- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড,২০০৮-০৯ মরশুম, প্রতিপক্ষ – বার্সেলোনা, রিয়াল ফাইনাল হারে ০-২ ব্যবধানে, ফাইনালে রোনাল্ডোর গোল ০৷

ক্লাব- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ২০০৭-০৮ মরশুম, প্রতিপক্ষ – চেলসি, পেনাল্টিতে রিয়াল ফাইনাল জেতে ৬-৫ ব্যবধানে, ফাইনালে রোনাল্ডোর গোল ১টি৷

অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছেন মিশরীয় মেসি সালাহ৷ রিয়ালের সাত বনাম লিভারপুলের ১১ নম্বর জার্সির লড়াই নিয়ে দ্বিধাবিভক্ত ফুটবলবিশ্ব৷ রিয়াল আবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে৷ উত্তেজক ম্যাচের জন্য তাই প্রহর গুনছে ফুটবলদুনিয়া৷ চলতি মরশুমে ক্লাব ফুটবলের সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ফরোয়ার্ডই ৪৪টি করে গোল করেছেন৷ চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে ১৫টি গোল করেছেন রোনাল্ডো৷ সালাহ করেছেন ১০টি গোল৷

মাঠে বল গড়ানোর আগে অবশ্য মাইন্ড গেমে এক কদম এগিয়ে গিয়েছে রিয়াল৷ কাপ্তান ব়্যামস সালাহ’র প্রশংসা করলেও মেসি-রোনাল্ডোর সঙ্গে তুলনা করতে তিনি নারাজ৷ স্প্যানিশ ক্লাবের অধিনায়ক ব়্যামস বলেছেন, ‘নিসেন্দেহ সালাহ দারুণ ফুটবলার, তবে মেসি কিংবা রোনাল্ডোর থেকে ও অনেক দূরে রয়েছে৷ মেসি-রোনাল্ডো অন্য গ্রহের ফুটবলার’৷ মাঠের লড়াইয়ে আগে বিপক্ষকে কটাক্ষ করে চাপ বাড়িয়ে দেওয়ার স্ট্র্যাটেজি বহু প্রচলিত৷ সেই পথে হেঁটেই সালাহ নিয়ে বাক্য খরচ করে খেলা জমিয়ে দিয়েছে রিয়াল৷

লিভারপুল বস ক্লপ আবার পাল্টা নিজেদেরকে ফাইনালে মাদ্রিদ জায়েন্টের বিপক্ষে আন্ডারডগ হিসেবে দেখছেন৷ ব্রাজিলিয়ান রোনাল্ডো অন্যদিকে সালাহ’র মধ্যে মেসি ছায়া দেখছেন বলে জানিয়েছেন৷

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ফলাফল নিয়ে সিনিয়র রোনাল্ডো অবশ্য ভবিষ্যতবাণী শুনিয়ে রেখেছেন৷ তাঁর মতে, ফাইনালে ৩-২ গোলে লিভারপুলকে হারাবে মাদ্রিদ৷ চলতি মরশুমের শুরুতে নড়বড়ে লাগলেও পরের দিকে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে জিদানের দল৷ রবিবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জিদানের দল৷

বলার অপেক্ষা রাখে না দলকে ছাপিয়ে ফাইনাল দ্বৈরথের মূল আকর্ষণ রোনাল্ডো-সালাহ’র লড়াই৷ ফাইনালে গোল করে কে কাকে ছাপিয়ে যায়,সেটাই এখন দেখার৷ এই মরশুমের ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরার সালাহ৷ লিভারপুলের হয়ে মোট ৩২টি গোল করেছেন তিনি৷ দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পিছনেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ডের৷   

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি