ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন সালাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে। মাঠ ছেড়ে যাওয়ার সময় তার কান্নার দৃশ্য ফুটবল ভক্তদের অনেকেরই হৃদয় ছুঁয়েছে। বিশ্বকাপের অল্প ক`দিন আগে মূল তারকার এমন আঘাতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মিসরের সমর্থকরাও।
সালাহকে নিয়ে উদ্বেগ তৈরি হলেও এখনই আশা ছাড়ছেননা তিনি। বরং নিজের আশার কথা ঘোষণা করেছেন আত্মবিশ্বাসের সঙ্গেই। এক টুইট বার্তায় সালাহ বলেছেন, ‘ওই রাতটি ছিলো সত্যি কঠিন কিন্তু আমি একজন ফাইটার। আমি আত্মবিশ্বাসী যে রাশিয়াতে আমি আপনাদের গর্বিত করবো। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগাবে।’
আগামী ১৫ই জুন উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা রয়েছে মিসরের। চিকিৎসক জানিয়েছেন সালাহর বিশ্বকাপ খেলা অনিশ্চিত।
মিসর টিমে দ্যুতি ছড়িয়েছেন সালাহ। তার অনুপস্থিতি কাঁদাবে নিযুত মিসরীয়দের।
এদিকে মিসরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাহর ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে রিয়ালের খেলোয়াড় সার্জিও র‍্যামোসের বিরুদ্ধে।
সূত্র : বিবিসি।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি