ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

৭০ এর বিশ্বকাপ জয়ীর চোখে নেইমারই ব্রাজিলের অর্ধেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানকালের সেরা ফুটবলারদের তালিকা তারি করলে নিঃসন্দেহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার থাকবেন অগ্রভাগে। অন্যদিকে ব্রাজিলের সেরা ফুটবলারের তালিকা তৈরি করলে সেখানেও তিনি থাকবেন সামনের কাতারে। তাই বলে এক নেইমারকেই গোটা ব্রাজিল দলের অর্ধেক মনে করতে হবে! তবে হ্যা, এবারের রাশিয়া বিশ্বকাপে নেইমারকেই ব্রাজিলের শক্তির ৫০ ভাগ বলে মনে করেন দেশটির ৭০ এর বিশ্বকাপজয়ী ফুটবলার মারাভিলহা।

নেইমার প্রসঙ্গে মারাভিলহা বলেন, `আমি তাকে অনুশীলনে দেখেছি। তার বল নিয়ে অনুশীলন দেখা দারুণ উত্তেজনার ব্যাপার। সে একাই ব্রাজিল দলের ৫০ ভাগ।
তবে আমি সামান্য ভীত। কারণ তার পায়ের পাতায় ইনজুরি। সেখানে কেউ আঘাত করলেই আবার ইনজুরিতে পড়তে পারে সে।’

মারাভিলা নিজেও একজন স্টাইকার ছিলেন। আর তিনি মনে করছেন ব্রাজিলের জার্সি পরে গ্যাবিয়েলজেসুসই কোচের প্রথম পছন্দ হবেন। তবে রর্বাতো ফিরমিনোতেও দারুণ খুশি তিনি। তিনি বলেন, `দু`জনেই দারুণ। তবে এখন নয় নম্বর জার্সিটা জেসুসের প্রাপ্য। তবে ফিরমিনো সুযোগ পেলেই ব্রাজিলকে জয় এনে দিতে অবদান রাখবে। তারা দু`জনেই জালে বল জড়াতে পারে।`

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি