ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিশ্বকাপে  ফিরবেই নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বকাপে সুস্থতা নিয়েই ফিরবেই নেইমার এমন আশাবাদ বক্ত করছেন দানিলো। পিএসজির মাঠে গত ২৫ ফেব্রুয়ারি মার্শেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭ মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেওয়ার সময় বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে বাইরে নিতে হয় তাকে।

এরপর অস্ত্রোপচার করাতে ব্রাজিলে উড়াল দেন। সেখান থেকে ফিরে দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। এখনও কোনো ম্যাচে মাঠে নামেননি।

বুধবার তার সতীর্থ দানিলো বলেন, ‘ও ভালো আছে। আমরা আশা করছি, প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে।’

নেইমার থাকা মানেই দলের চেহারা পাল্টে যাওয়া। তার খেলার ধরনই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। সেকথা উল্লেখ করে দানিলো বলেন, ‘সে অনেক দ্রুত ছোটে। ডানে, বাঁয়ে, সামনে নাকি পেছনে যাবে, আপনি বুঝতে পারবেন না।

নেইমারের বিষয়ে ক’দিন আগে ব্রাজিল জাতীয় দলের ট্রেইনার বলেছিলেন, ‘সে প্রতিদিন অনুশীলন করছে। প্রত্যাশার চেয়ে ভালোভাবে সুস্থ হয়ে উঠছে।’ ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৭ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

 টিআর/  এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি