ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এখন কি করছেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২ জুন ২০১৮

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোকে টপকে গত বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন মিরোস্লাভ ক্লোসা। তবে বিশ্বকাপ জেতার পরই ফুটবলকে বিদায় জানান ফুটবলের এ তারকা। মাঠ থেকে বিদায় নিলেও, ফুটবল থেকে এখনও যে বিদায় নেননি ক্লোসা। এখনও তিনি আছেন জার্মান দলের সঙ্গে।

২০১৪ বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে তিনি ভেঙে দিয়েছিলেন রোনালদোর রেকর্ড। পরে ব্রাজিলের বিরুদ্ধে আরও একটি গোল করেন তিনি। বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬টি। তাই ২০১৪ ফুটবল বিশ্বকাপে সংবাদের সব শিরোনাম কেড়ে নিয়েছিলেন তিনি। রাশিয়ার বিশ্বকাপেও তাকে যাবে জার্মান দলে। তবে মাঠে নয়, জার্মান ড্রেসিং রুমে।

২০১৬ সালের নভেম্বর মাসে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগদান করেন মিরোস্লাভ ক্লোসা। তখন থেকেই জাতীয় দলের সঙ্গে যুক্ত তিনি। এবারের বিশ্বকাপেও তাকে দেখা যাবে জোয়াকিম লো`র সহকারী হিসেবেই।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি