ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

দলকে যে বার্তা দিয়েছিলেন জ়িদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২ জুন ২০১৮

আড়াই বছরে ন’টি ট্রফি দিয়ে রিয়াল মাদ্রিদে ফুটবল ম্যানেজারের দায়িত্ব ছেড়েছেন গত বৃহস্পতিবার। তার পরেই গোটা বিশ্ব জুড়ে ঘুরেছে প্রশ্নটা—দলের ফুটবলারদের বিদায় বার্তায় কী বলেছিলেন জিনেদিন জ়িদান?

গতকাল শুক্রবার তার উত্তর মিলেছে। জানা গেছে, দায়িত্ব ছাড়ার কথা সবার প্রথমে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্খিয়ো র‌্যামোসকে জানিয়েছিলেন জ়িদান। আর দলের বাকি সদস্যদের এক আবেগময় হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি জানিয়ে দেন, রিয়াল মাদ্রিদ ম্যানেজারের পদ ছাড়তে চলেছেন।

জিদান হোয়াটসঅ্যাপ বার্তায় দলের প্রতিটি সদস্যকে লেখেন, সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ। দুঃসময়ে তোমাদের ঐকান্তিক সহযোগিতা না পেলে যে সাফল্য পাওয়া গেছে, তা সম্ভব হত না। প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে। সবার জন্য আলিঙ্গন।

জ়িদানের এই আড়াই বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের সময়কে ইতিমধ্যেই কেউ কেউ নতুন সহস্রাব্দে রিয়ালের স্বর্ণযুগ বলতে শুরু করেছেন। কারণ এই সময়ের মধ্যে ন’টি ট্রফি পেয়েছে রিয়াল। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস তাই বলে ফেলেন, চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করার পরের সপ্তাহেই এ রকম একটা পরিস্থিতির সামনাসামনি হতে হবে, তা ভাবা যায়নি। এটা শুধু আমার কাছেই খারাপ খবর নয়। দলের ফুটবলার ও সমর্থকদের কাছেও একটা খারাপ খবর।

পেরেস আরও বলেন, জ়িদানকে আমি খেলোয়াড় হিসেবে চেয়েছিলাম। ম্যানেজার হিসেবেও চেয়েছিলাম। তবে জ়িদানের এই পদত্যাগকে আমি কখনও বিদায় বলতে পারি না। খুব দ্রুতই ওর সঙ্গে এই ক্লাবে আবার আমাদের দেখা হবে বলেই বিশ্বাস রাখছি।

তবে রিয়াল প্রেসিডেন্ট জিদানের পদত্যাগে এত আবেগপ্রবণ কথা বললেও, ব্রিটিশ প্রচারমাধ্যমের দাবি, গত কয়েক দিন ধরেই রিয়ালের ভবিষ্যৎ নিয়ে পেরেজ ও জ়িদানের মধ্যে নাকি একটা দূরত্ব তৈরি হচ্ছিল। তার ফলেই এই পদত্যাগ। যে দু’জনকে নিয়ে এই মতান্তরের সূত্রপাত তারা হলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং গ্যারেথ বেল। জ়িদান রিয়াল ম্যানেজার হিসেবে থেকে গেলে এই দু’জন নাকি দল ছাড়তে পারতেন বলে দাবি ব্রিটিশ মিডিয়ার। তাদের আরও দাবি, গত কয়েক মাসে গ্যারেথ বেলের সঙ্গে সম্পর্ক নাকি তলানিতে গিয়ে ঠেকেছিল জ়িদানের। তাই জ়িদানের দল ছাড়ার হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়ার পরে সবাই ম্যানেজারকে শ্রদ্ধায় ভরা পাল্টা বিদায়বার্তা দিয়েছেন। কেবল প্রতিক্রিয়া দেননি গ্যারেথ বেল।

জিদান যদিও এর পরে অন্য কোনও দলের দায়িত্ব নেবেন কি-না সে ব্যাপারে কিছু আভাস দেননি। ইতিমধ্যেই চেলসি তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আর জিদানের ছেড়ে যাওয়া রিয়াল মাদ্রিদ ম্যানেজারের পদে কে? সে জায়গায় প্রথম নাম শোনা যাচ্ছে টটনহ্যামের ম্যানেজার মরিসিও পোচেত্তিনোর। শুক্রবার নিজের আত্মজীবনী প্রকাশ উপলক্ষে স্পেনেই ছিলেন তিনি। যেখানে পোচেত্তিনো বলেন, টটেনহ্যামে খুশিতেই রয়েছি। কিন্তু রিয়াল মাদ্রিদ ডাকলে তো সে ডাক শুনতেই হয়।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি