ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

এবার ছিটকে গেলেন লানজিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ৮ জুন ২০১৮ | আপডেট: ২২:৪৬, ৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন দলের দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না। আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন প্রধান গোল কিপার সার্জিও রোমেরো। এর আগে আগুয়েরো ইনজুরিতে পড়েন। এবার চোটের কারণে ছিটকে গেছেন দলের মিড ফিল্ডার মানুয়েল লানজিনি।

শুক্রবার অনুশীলন করতে গিয়েই কপাল পুড়েছে তার। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে লানজিনির। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে খবরটি নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছুই জানায়নি এএফএ।

২৯ মে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে হাইতির বিপক্ষে খেলেছিলেন এই মিডফিল্ডার। শনিবার রাশিয়া যাওয়ার আগে বদলি কারও নাম ঘোষণা করার কথা আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির।

এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ৫ গোলের বিপরীতে বানিয়ে দিয়েছেন আরও ৬টি গোল। ২০১৪ বিশ্বকাপ রানার্সআপ আর্জেন্টিনা খেলবে ‘ডি’ গ্রুপে। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

সূত্র: গোল ডট কম
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি