ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিশ্বকাপ বাছাই পর্বে জয় দিয়ে শুরু সালমাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা।  আজ হল্যান্ডের আমস্টারডামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটে হারিয়ে তাদের এই শুভ সূচনা হয়। অধিনায়ক সালাম খাতুন টসে জিতে ফিল্ডিং বেছে নেন।

খেলার শুরুতে পাপুয়া নিউগিনিকে মাত্র ২ রান দিয়ে ২ ইউকেট তুলে নেন সালমারা। পরে পাপুয়া নিউগিনি পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে ৮৪ রান তুলতে সক্ষম হন।

এদিকে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল পান্না ঘোষ। তিনি ১৫ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট।

পাপুয়া নিউগিনির সংগ্রহ করা ৮৪ রানকে সামনে রেখে ব্যাট করতে নামে বাংলাদেশর দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান।

এই উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করতে সক্ষম হন। তাদের মধ্যে ১৫ রান করেন আয়েশা রহমান। পরে শামীমা ফিরেছেন ৩৫ রান করে।  পরে দ্বিতীয় উউকেট জুটিতে রান ২৩ রান সংগ্রহ হয়।

এরমধ্যে ফারজানা হক ১৭ ও নিগার সুলতানা ১১ রান করে অপরাজিত থাকেন।

এদিকে গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল স্বাগতিক হল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

উল্লেখ্য, কদিন আগে এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও জিতেছেন তারা।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি