ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ধোনির জন্মদিনে বিশেষ উপহার পাণ্ডিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

শনিবার ৩৭ বছরে পা রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রাক্তন থেকে বর্তমান, অনেকেই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। ভারতীয় ক্রিকেটে তার অবদানের কথাও শুনিয়েছেন অনেকে। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার মতো কেউ কিছু করেননি। গুরু ধোনির জন্য পাণ্ডিয়া যেটা করলেন তা অবশ্যই স্বতন্ত্র।
জন্মদিনে ধোনির জন্য পাণ্ডিয়া যা করলেন তা দীর্ঘদিন মনে থাকার কথা ধোনির। টুইটারে একটি ছবি পোস্ট করলেন পাণ্ডিয়া। তাতে দেখা যাচ্ছে ট্রিমার দিয়ে গুরু ধোনির হেয়ারকাট করছেন পাণ্ডিয়া। চুলের স্টাইলের ব্যাপারে ভারতীয় দলের প্রায় প্রতিটা ক্রিকেটার বেশ যত্নবান। ধোনিও এক্ষেত্রে ব্যাতিক্রমী নন। বিভিন্ন ধরণের হেয়ারকাট করে বিরাট, পাণ্ডিয়া, কেএল রাহুলরাই হালফিলে ট্রেন্ডসেটার। ফলে জন্মদিনে পাণ্ডিয়ার সাহায্যে বিশেষ হেয়ারস্টাইল পেয়ে ধোনির আপ্লুত হওয়ারই কথা। আর গুরু ধোনিকে নতুন উপহার দিতে পেরে খুশি পাণ্ডিয়াও।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্পেশাল দিনে স্পেশাল হেয়ারকাট। জন্মদিনে এক এবং একমাত্র মহেন্দ্র সিং ধোনিকে আমার বিশেষ উপহার।’

মজা করে তিনি আরও লিখেছেন, ‘এই স্টান্ট বিশেষজ্ঞ হাতের কাজ। বাড়িতে কেউ চেষ্টা করবেন না যেন।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি