ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

কষ্টার্জিত জয়ে সেমিতে নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

এক নম্বর কোর্টে নাটকীয় লড়াইয়ে কেভিন অ্যান্ডারসনের কাছে যখন হার মানলেন রজার ফেদেরার, তখন সেন্টার কোর্টে দেল পোত্রোর বিরুদ্ধে নাদালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে গিয়েছে৷ সেস্টার কোর্টে সময় যত গড়িয়েছে, নবম দিনে জোড়া অঘটনের আশঙ্কা জাঁকিয়ে বসেছিল উইম্বলডনে৷

গ্যালারিতে আতঙ্ক ছড়ালেও শেষমেশ দেল পোত্রোর বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই নাদাল৷ পাঁচ সেটের ম্যারাথন কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৭ (৭/৯), ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে জয় তুলে নেন স্প্যানিশ তারকা৷

অপর কোয়ার্টার ফাইনালে ২৪ তম বাছাই কেই নিশিকোরির কাছে একটি সেট খোয়াতে হলেও শেষমেশ ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি দ্বাদশ বাছাই নোভাক জকোভিচের৷ ৬-৩, ৩-৬, ৬-২, ৬-২ সেটে ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নেন জোকার৷ সেমিফাইনালে অবশ্য তাঁর সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে৷ তাঁকে লড়াইয়ে নামতে হবে টুর্নামেন্টের হট ফেভারিট রাফায়েল নাদালের বিরুদ্ধে৷

অন্যদিকে ফেদেরারকে ছিটকে দেওয়া কেভিন অ্যান্ডারসন প্রথমবার উইম্বলডনের সেমিফাইনাল খেলতে নামবেন নবম বাছাই জন ইসনারের বিরুদ্ধে৷ শেষ কোয়ার্টার ফাইনালে ইসনার ৬-৭ (৫/৭), ৭-৬, (৯/৭), ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করেছেন ত্রয়োদশ বাছাই কানাডিয়ান তারকা মিলোস রাওনিচকে৷

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি