ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রোনাল্ডোকে বিক্রি করে দেওয়া রিয়ালের ঐতিহাসিক ভুল: রামন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিক্রি করে রিয়াল মাদ্রিদ ‘ঐতিহাসিক ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক সভাপতি রামন কালদেরনের। রিয়ালের হয়ে টানা নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রিয়ালের এই তারকা।

স্বাস্থ্য পরীক্ষার আগে রোববার তুরিনের ক্লাবে আসেন পর্তুগাল অধিনায়ক। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে এসে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠেন তিনি।

জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অসংখ্য শিরোপা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে করেন রেকর্ড ৪৫০ গোল। সবশেষ মৌসুমেও ক্লাবটির হয়ে ৪৪ গোল করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

রোনাল্ডো প্রসঙ্গে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসকে কালদেরন বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, তারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একজন খেলোয়াড়কে বিক্রি করে দিয়েছে।’

সূত্র: ওয়েবসাইট।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি