ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নতুন ব্যাটিং পরামর্শক পেল বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৫৮, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার নিল ম্যাকেঞ্জি (৪২)।তিনি আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মাশরাফিদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার এক ই-মেইল বার্তায় আনুষ্ঠানিকভাবে সাবেক এই তারকার নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বাংলাদেশের হয়ে ২৪ জুলাই গায়ানাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ম্যাকেঞ্জির। এর আগে জুনের শুরুতে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান স্টিভ রোডস।

খেলার পাঠ চুকিয়ে খুব বেশি দিন হয়নি ম্যাকেঞ্জি কোচিংয়ে জড়িয়েছেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পান। গত বছর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ। 

উল্লেখ্য, ম্যাকেঞ্জির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০০ সালে। ৫৮ টেস্টে ৩ হাজার ২৫৩ এবং ৬৪ ওয়ানডেতে এক হাজার ৬৮৮ রানের মালিক ম্যাকেঞ্জি দারুণ এক রেকর্ডের অংশীদার। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে গ্রায়েম স্মিথের সঙ্গে ৪১৫ রানের জুটি গড়েছিলেন। টেস্ট ক্রিকেটে এটাই রেকর্ড উদ্বোধনী জুটি।

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি