ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিকেট মাঠে যেখানে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ঠিক উল্টো চিত্র ফুটবল মাঠে। সেটা আবারও প্রমাণিত হলো সাফ চ্যাম্পিয়নশিপ কাপে। তবে ম্যাচের শেষ দিকে পাকিস্তানের ফুটবলারের কাঁপিয়ে ছেড়েছে মাঠ। পায়ের জোরে না পারুক অন্তত গায়ের জোরে ভারতীয় শিবিরকে তটস্থ করতে চেয়েছিল পাকিস্তানি ফুটবলারেরা। অবশ্য শেষদিকে সেটা একটু কাজেও এসেছে। তাইতো দশ জনের দল নিয়েও শেষ ১০ মিনিট ভারতীয় দুর্গে বারবার বল নিয়ে আক্রমণ করেছেন তারা।

৮৬ মিনিটে মারামারি করে লা কার্ড দেখলেন মহসিন আলী ও লাল্লিয়াঞ্জুয়ালা চাংতে। দুই মিনিট পর ডি বক্সের বেশ বাইরে থেকে গড়ানো এক শটে গোলও করে ফেললেন হাসান বাশির। ৮০ মিনিট ধরে হাপিত্যেশ করা পাকিস্তান দল দম ফিরে পেল। তবে তাতে কোনো কাজ হলো না। তাইতো প্রতিদ্বন্দ্বিদের ৩-১ গোলে হারিয়ে আরেকটি সাফের ফাইনালে উঠে গেল ভারত।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি