ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রোনাল্ডো নকল করলেন সাংবাদিককে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কমেডিয়ানের নজির দেখালেন। সাংবাদিকের অজান্তেই তিনি নকল করলেন সাংবাদিকতার। পেশাতেই যদি তিনি সাংবাদিক হতেন মন্দ হতো না। এই যেমন একটা ভিডিও আপনাদের দেখানো যেতে পারে। সেটা দেখার পর আপনি বলবেন, রোনাল্ডোর মধ্যে একজন দক্ষ কমেডিয়ান হওয়ার সব রসদ রয়েছে।

জুভেন্তাস ক্লাব রিপোর্টার মাঠে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্টার। আচমকা তার পিছনে চলে এলেন রোনাল্ডো। তার পর শুরু করলেন সেই সাংবাদিককে নকল করা! মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। কিন্তু তাতেই আপনি বুঝে যাবেন, রোনাল্ডো কমেডিয়ান হলেও বেশ নাম-ডাক করে ফেলতে পারতেন। ক্যামেরাম্যান অবশ্য রিপোর্টারকে কিছু বুঝতে দিলেন না। রোনাল্ডোর গোটা কর্মকাণ্ডের কোনও আঁচই পেলেন না সেই সাংবাদিক। এর পর রোনাল্ডো ছুটে চলে গেলেন প্র্যাকটিসে।

পাঁচবারের ব্যালন ডি-অর জেতা রোনাল্ডো ইতালির জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকে এখনও গোল করতে পারেননি। তা নিয়ে চারপাশএ প্রচুর কথাবার্তা হচ্ছে। রোনাল্ডো অবশ্য সেসবে কান দিচ্ছেন না। বরং ট্রেনিংয়ে তিনি নিজের মতো বেশ খোশমেজাজেই রয়েছেন।

সূত্র- জি ২৪

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি