ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পাকিস্তানের পক্ষে আম্পায়ারদের ভুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল হংকং-এর বিরুদ্ধে মাঠে নামে পাকিস্তান। খেলা ভালোভাবেই চলছিল। কিন্তু বিপত্তি বাধে পাকিস্তান ইনিংসের ১৩তম ওভারে।ক্রিকেটের রিভিউ পদ্ধতিকে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিলেন আম্পায়াররা।

ওই ওভারে হংকং-এর বোলার এহসান খানের বল ইমাম-উল-হকের প্যাডে লাগলে সজোরে আবেদন করে হংকং। কিন্তু আফগান আম্পায়ার অবাক করে দিলেন। প্রথমে মনে হলো ভুলে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে যাচ্ছেন।

কিন্তু হাতটা ওপরে তুলতে তুলতে কান চুলকালেন কিন্তু আউট দিলেন না। পরে হংকং তাই রিভিউ নিল। রিপ্লেতে দেখা গেছে, বল প্যাডে আঘাত হানার আগে আলট্রাএজে স্পাইক উঠছে। যেটা বল ব্যাটে লাগার ইঙ্গিত দেয়। তাই তৃতীয় আম্পায়ার রড টাকার মাঠের সিদ্ধান্তকে সঠিক বলে মেনে নিলেন।

কিন্তু মূল বিষয়টি হলো, বল যখন ব্যাট অতিক্রম করছিল, তখন কোনো স্পাইক ছিল না। অর্থাৎ ব্যাটে বল লাগেনি। বল ব্যাট পার করে যাওয়ার পর প্যাডে লাগার আগে স্পাইক দেখা গিয়েছে। যা ব্যাটসম্যানের প্যাড, বুট , ব্যাট থেকে সৃষ্টি হতে পারে।

কিন্তু বল যে ব্যাটে না লেগেই প্যাডে আঘাত হেনেছে সেটা নিশ্চিত। কিন্তু তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই ব্যাটসম্যানকে আউট দিলেন না। ফলে ইমাম শুধু বেঁচেই যাননি, হংকংও তাদের রিভিউ হারিয়ে ফেলেন।

অপরদিকে ১৬তম ওভারের প্রথম বলেই এই রিভিউর ব্যাপারটা বড় হয়ে উঠে। নাদিম হাসানের বলে এবারও এলবিডব্লু  হলেন ইমাম। কিন্তু আউট দিলেন না আম্পায়ার।এদিকে হংকংয়ের কাছে আর কোনো রিভিউ না থাকায় এবারের সিদ্ধান্ত নিয়ে আর চিন্তায় পড়তে হয়নি তৃতীয় আম্পায়ারকে।

এদিকে কুমার সাঙ্গাকারা তো দুবারই আবেদনের সঙ্গে সঙ্গে আউট বলে দিয়েছিলেন। পরে সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার পরও নিজের মতে অটল ছিলেন এই কিংবদন্তি। পরে রিপ্লেতেও তার সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে।

এদিকে পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষে এমনিতেও অনেক পিছিয়ে রয়েছে হংকং। তাই আম্পায়ারদের ভুলে সম্ভাবনাময় দলটি তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে। তই আম্পায়ারদের সঠিক সিদ্ধান্ত খেলাকে আরো বেশি উপভোগ্য করে তুলতে পারে।

সূত্র: ক্রিকইনফো।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি