ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে তামিম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপ থেকে তামিম ইকবালের ছিটকে যাওয়াটা নিশ্চিত হলেও চোট নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। উদ্বোধনী ম্যাচে কব্জিতে ভয়ানক চোট পেয়ে ছিটকে যান খেলা থেকে। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তামিম ইকবাল। 

সোমবার জার্মান হাড় বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন তামিম ইকবাল। অথচ তার চোট নিয়ে রাখঢাক করে আসছিল টিম ম্যানেজমেন্ট। আপাতদৃষ্টিতে এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও রিপোর্ট ছাড়া কথা বলতে চায়নি ম্যানেজমেন্ট। আজকের রিপোর্ট দেখার পর জানা গেলো চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তামিম ইকবাল।  

খালেদ মাহমুদ সুজন বলেন,‘এখানকার চিকিৎসকরা বলেছেন সার্জারি লাগবে না। তবে আমরা তামিমের রিপোর্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবো। সেখানে পর্যালোচনার পরই বিসিবি তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

তামিম ইকবালও জানালেন রিপোর্ট নিয়ে তার প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘মঙ্গলবার দুবাই ছেড়ে দেশে চলে আসবো। সার্জারি লাগবে কিনা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া থেকে রিপোর্ট আসার পর বোঝা যাবে। আজকালের মধ্যেই রিপোর্ট পাঠানো হবে।’

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি