ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দেশে ফিরছেন না সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ে নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোরের টিকিট। সুপার ফোর নিশ্চিত হওয়ার স্বস্তির মধ্যে দেশের মানুষের কাছে সোমবার রাতে আসে একটি খবর। আর তা হলো- সাকিব দেশে ফিরছেন।

খবর রটে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরছেন সাকিব। কন্যা আলায়না হাসান অব্রির অসুস্থতাজনিত কারণে স্ত্রী ও কন্যাকে দেশে রেখে যেতেই সাকিবের এমন সিদ্ধান্ত। খবটি কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়।

তবে সকালেই জানা যায় যে আলায়নার অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে দেশে ফিরছেন না সাকিব। সুস্থ আছেন আলায়না। দলের সাথেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও। এ তথ্য নিশ্চিত করেছেন সাকিব-তামিমদের বিদেশ ভ্রমণের সার্বিক দায়িত্বে থাকা ওয়াসিম খান।

এছাড়া তিনি আরও জানিয়েছেন যে সাকিব না ফিরলেও মঙ্গলবার ফিরবেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের পুরনো ব্যথায় পুনরায় আঘাত পাওয়ায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তামিম। মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি