ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৫৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টিম বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন আফগান স্পিনার মুজিবুর রহমান। দলীয় ১৫ রান যোগ করতেই আফতাব আলমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হাসান শান্ত। এরপরই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন আফগান পেসার আফতাব আলম।

২৫৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম  বাংলাদেশ।  শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪২ রান। ১৪ ওভারে চার উইকেট হারিয়ে এ রান তুলে টাইগাররা। বর্তমানে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ ক্রিজে রয়েছে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রশিদ খানের ঝড়ো ৫৭,  হাশমত উল্লাহ শাহিদীর ৫৮ ও গুলবাদিন নায়েবের ৪২ রানের উপর ভর করে ২৫৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় আফগানিস্তান।

এমজে/





Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি