ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

এশিয়া কাপ: আরেকটি পাক-ভারত যুদ্ধ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আজ রোববার বিকেলে দুবাইয়ে আরও একটা ভারত-পাকিস্তান লড়াই কী ছবি উপহার দেবে দর্শকদের? গ্রুপের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি রোহিত শর্মার দল। আজ কি পাকিস্তান পারবে প্রতিশোধ নিতে?

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো আত্মবিশ্বাসী, আগের ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারবেন বলে। শুক্রবার রাতে বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া ভারত অধিনায়ক বলছেন, ‘আগের দিন সব কিছু পরিকল্পনা মাফিক হয়েছে। আর সেটা যে দিন হয়, সব খুব ভাল দেখায়। আমরা বিশ্রাম নিয়ে আবার পাকিস্তান ম্যাচে নামব। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছি। আশা করি, সেই ম্যাচের ছন্দটা ধরে রাখতে পারব।’

এ দিকে, পাকিস্তান আবার সুপার ফোরের প্রথম ম্যাচে হারতে হারতে কোন রকমে জিতেছে আফগানিস্তনের বিপক্ষে। শোয়েব মালিক অপরাজিত ফিপটি না করলে রশিদ খানের ঘূর্ণিতে হারতেও পারত তারা। শেষ ওভারে শোয়েব মালিকের একটা ছয় আর একটা চারে রোমাঞ্চকর জয় পায় পাকিস্তান। এরপর পাকিস্তানী অধিনায়ক সরফারজ আহমেদ জানালেন ভারতের জন্য তৈরি থাকার কথা। ম্যাচের অন্যতম নায়ক শোয়েব মালিক বলে গেলেন, ‘এই ম্যাচ জিতে আমরা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসটাই ভারত ম্যাচে ধরে রাখতে চাই।’

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি