ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া কাপের আরেকটি চমক উপহার দিতে ব্যাটিংয়ে নামছে টিম আফগানিস্তান। সুপার ফোরের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন আফগান কাপ্তান আজগর আফগান। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে আক্ষেপপূর্ণ পরাজয়ের পর আজ জয় নিয়েই ফিরতে চায় আফগানিরা।

এশিয়া কাপের এবারের বড় চমক টিম আফগানিস্তান। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাতে ঝেঁটিয়ে বিদায় করার পর সুপার ফোরের ম্যাচেও চোখ রাঙ্গিয়েছে নবী-আফগানরা। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে তীরে এসে তরী ডুবানোর পর এবার ভারতকে মোকাবেলায় মাঠে নামছে কাবুলিরা।

ভারত একাদশ: লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনিশ পান্ডে, মাহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, সিদ্ধার্থ কাউল, কুলদ্বীপ যাদব এবং খলিল আহমেদ।

আফগানিস্তান: মোহাম্মদ শেহজাদ, জাভেদ আহমেদি, রহমত শাহ, হাশমত উল্লাহ শাহিদী, আজগর আফগান, নাজিবুল্লাহ জার্দান, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নায়েব, আফতাব আলম এবং মুজিবুর রহমান।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি