ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

খেলরত্ন পুরস্কারে সম্মানিত বিরাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সন্মান পেলেন বিরাট কোহলি। ২০১৭-১৮ মৌসুমে ব্যাটসম্যান ও অধিনায়ক কোহলির বিরাট সাফল্যের কথা ভেবে চলতি বছরে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার খেলরত্ন দেওয়া হয় তাকে। গত তিন বছর ধরে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে ২০১৬ ও ২০১৭ খেলরত্ন পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন কোহলি। কিন্তু ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাননি। কোহলির মুকুটে এবার নতুন পালক জুড়ল।

কোহলি হলেন সেই সব ব্যক্তিক্রমী ক্রিকেটার, যিনি খেলরত্ন পুরস্কার পাওয়ার আগেই পদ্মশ্রী পেয়েছেন। গত বছরই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান তিনি।

প্রসঙ্গত, ২০১৬ থেকে কোহলিকে খেলরত্ন পুরস্কারের মনোনয়ন পাঠাচ্ছে বিসিসিআই। কিন্তু ২০১৬ রিও অলিম্পিকে পারফরম্যান্সের জন্য খেলরত্ন পুরস্কার পান শার্টলার পিভি সিন্ধু, কুস্তিগীর সাক্ষী মালিক এবং জিমন্যাস্ট দীপা কর্মকার। আর গত বছর এই পুরস্কার পান ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সর্দার সিং এবং প্যার-অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝেরিয়া। চলতি বছর ক্যাপ্টেন হিসেবেও সাফল্য পেয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ এবং সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজ জিতেছে কোহলির ভারত। আগে বিরাটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এছাড়াও খেলোয়াড় হিসেবে কোহলির সাফল্যও যথেষ্ট ঈর্ষনীয়।

অপরদিকে, ভারত অধিনায়ক কোহলির সঙ্গে এবার খেলরত্নের পেলেন বিশ্বচ্যাম্পিয়ন ভারোত্তলোক মিরাবাই চানু। গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী মণিপুরী কন্যা চলতি বছর অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন। স্বাভাবিকভাবেও দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হলেন চানু।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি