ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

যে কারণে স্কোয়াডে নেই সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে থাকা-না থাকা নিয়ে দলে গুঞ্জন শুনা গিয়েছিল আগেই। আর টস দেওয়ার পূর্বমুহুর্তে এসে বিষয়টি খোলাসা করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, ‘গত কয়েকদিনে দুবার ডাক্তারের কাছে গেছে সাকিব। সবশেষ রিপোর্টে জানা গেছে, তার বাঁ হাতের আঙুল ফুলে আছে। বাঁ হাতে সে ব্যাটই ধরতে পারছে না। যে কারণে তাকে আজ বিশ্রাম দিতে হয়েছে।’

আঙুলের চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে সাকিবকে। এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করানোর কথাও ছিল। কিন্তু এশিয়া কাপে খেলার জন্য তিনি অস্ত্রোপচার না করিয়ে ইনজেকশন নিয়ে খেলছিলেন। তবে আজ আর পারলেন না মাঠে নামতে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি