ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মিরাজের পর মুস্তাফিজের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:২২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র ২৩৯ রানের পুঁজি। যা করতে হবে, এবার বোলারদেরই করতে হবে। এমন সমীকরণে দারুণ পারফর্ম করছেন টাইগার বোলাররা। ইনিংসের শুরুতেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। আর এর ঠিক পরের ওভারেই বাবর আজমকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন মুস্তাফিজ। এতেই স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই পাকিস্তান হারিয়েছে দুই উইকেট।

শুরুতেই পাকিস্তান শিবিরে আঘাত হেনেছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজ ফিরিয়েছেন বললে ভুল হবে, আসল ক্যারিশমা তো দেখিয়েছেন রুবেল। যেভাবে উড়ুক্কু ক্যাচ ধরলেন, মনে হয়েছে শূন্যে লাফিয়ে উড়ন্ত গোলা ধরেছেন রুবেল। এতেই ব্যক্তিগত ১ রানে ফিরে গেছেন ফখর জামান।

প্রথম ওভারে স্পিন দিয়ে যাত্রা করা বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ১১ রান। ২ ওভারে দুই উইকেট হারিয়ে এই রান তুলে তারা। ২৪০ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। ফাইনালে যেতে হলে বাংলাদেশকে যে আজ জিততেই হবে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি