ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

ফাইনালে তারকা ক্রিকেটারদের পাচ্ছে না বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া কাপে পরপর দুই ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জেতা ভারত আগেই নিশ্চিত করে রেখেছিল ফাইনাল। তবে জাঁকজমপূর্ণ ফাইনালের আগে টাইগার শিবিরের দুঃসংবাদ হয়ে দেখা দিল সাকিব আল হাসানের দলে না থাকা। এমনিতেই টপ অর্ডারের নির্ভরযোগ্য তারকা ক্রিকেটার তামিম নেই দলের সঙ্গে।

দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই তারকা ক্রিকেটার না থাকলেও পাকিস্তানকে খুব সহজেই হারিয়েছে মাশরাফি মুর্তজারা। তবে শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। চলতি বছর টানা দুই টুর্নামেন্টে ফাইনাল খেলছে এ দু দল। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ভাগ্য অনুকূলে না হওয়ায় হাতছাড়া হয় শিরোপা। তবে এবার তা ধরে রাখতে চাইছে টাইগাররা।

শুক্রবার এশিয়া কাপের ফাইনালে সাকিবের না-থাকাটা বাংলাদেশের কাছে নিঃসন্দেহে বড় ক্ষতি৷ আঙুলের পুরনো চোটের জায়গায় বুধবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় ফের চোট পান সাকিব৷ ফলে প্রায় ছ’ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁ-হাতি ব্যাটসম্যান৷ এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আক্রম খান৷

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি