ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মার্কিন তরুণীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ক্যাথরিন মায়োরগা নামের এক মার্কিন তরুণী এ অভিযোগ করেছেন। খ্যাতিমান এ ফুটবল তারকার বিরুদ্ধে এ অভিযোগ ফুটবল অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

ওই তরুণীর অভিযোগ- ২০০৯ সালে রোনালদো এ ঘটনা ঘটায়। লাস ভেগাসের পামস প্লেস হোটেলে তাকে ধর্ষণ করেছিলেন রোনালদো। ঘটনা এতদিন পর হঠাৎ করেই কেন তোলা হল এমন প্রশ্নে তরুনী ভয় দেখানো ও অর্থের বিনিময়ে মুখ বন্ধ রাখার যুক্তি দেখিয়েছেন।

ক্যাথরিনের বক্তব্য, রোনালদো তাকে ধর্ষণ শেষে তিন লাখ পঁচাত্তর হাজার মার্কিন ডলার দিয়েছিলেন। পর্তুগিজ তারকা ব্যাপারটাকে কোর্টের বাইরেই রফাদফা করেছিলেন। সেই সময় ওই পরিমাণ অর্থ হাতে পেয়ে এবং রীতিমতো ভীত-সন্ত্রস্ত হয়ে ক্যাথলিন আর ধর্ষণের ঘটনাটা প্রকাশ্যে আনতে পারেননি।

জার্মান ম্যাগাজিন দের স্পিগেল একটি ভিডিও প্রকাশ করেছে তাতে ক্যাথলিনের আইনজীবী সরাসরি রোনালদোর বিরুদ্ধে অভিযোগ করছেন বলে দেখা যাচ্ছে।

এদিকে সি আর সেভেনের আইনজীবী সেই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঙ্কার ছেড়ে দিয়েছেন। স্পিগেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, রোনাল্ডো তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। সিআরসেভেন জানিয়েছেন, ২০০৯-এ সেই সময় ক্যাথলিন তার সঙ্গে স্বেচ্ছায় যৌনতায় লিপ্ত হয়েছিলেন। ফলে তাতে ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন।

প্রসঙ্গত, বছর দেড়েক আগেও দের স্পিগেল রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল। সেবারও তারা বলেছিল, ক্যাথলিনকে যৌন হেনস্থা করেছিলেন রোনাল্ডো। কিন্তু সেবার তা ধোপে টেকেনি। আরও একবার তারা আন্তর্জাতিক ফুটবলের তারকার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছে। ম্যাগাজিনের তরফে দাবি করা হয়েছে, এই প্রসঙ্গে তারা একাধিকবার রোনাল্ডোকে একাধিক প্রশ্ন করেছে। কিন্তু কোনওবারই রোনাল্ডো কোনও উত্তর দেননি।

সূত্র- জি২৪

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি