ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

ব্রিটনকে হারিয়ে ফের শীর্ষে ম্যানসিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ব্রিটনকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রহিম স্টারলিং ও সার্জিও অ্যাগুয়েরোর গোলে ব্রিটনকে ২-০তে উড়িয়ে দিয়েছে জায়ান্টরা। এতে ৭ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল ম্যানসিটি।

প্রথমার্ধের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন স্টারলিং। এরপর দ্বিতীয়ার্ধের ২০ মিনিট না পেরোতেই ব্রিটনের জালে আরও একটি বল পাঠিয়ে দেন সার্জিও আগুয়েরো। আর তাদের জোড়া গোলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল জায়ান্টরা। খেলার ২৯ মিনিটে এক কাউন্টার অ্যাটাকে গোল করে দলকে এগিয়ে দেন স্টারলিং।

পুরো ম্যাচজুড়েই ব্রিটনের গোলপোস্টে বারবার আঘাত হেনেছেন আগুয়েরোরা। এরই ধারাবাহিকতায় ৬৫ মিনিটে স্টারলিংয়ের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এদিকে আগামীকালকের ম্যাচে চেলসির বিপক্ষে জয়লাভ করলেই লিভারপুল উঠে যাবে এক নম্বরে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি