ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

ছেলের বাবা হলেন তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। স্ত্রী-নবজাতক দুজনই সুস্থ আছেন। এ খবর জানিয়েছেন তাসকিন নিজেই।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী-ছেলের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেন তাসকিন। তাতে লেখেন, আলহামদুল্লিাহ, আমার ছেলে।

ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন তাসকিনের স্ত্রী। আগলে রেখেছেন নবজাতককে। সামনে রয়েছেন তাসকিন। সেলফি তুলেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাবা হয়েছি। খুব খুশি লাগছে। মা ও দু’জনই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

গত বছর অক্টোবরে হঠাৎ করে বিয়ে করেন তাসকিন। তার স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাঈমা। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর এবার দেখলেন সন্তানের মুখও।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি