ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

তুষার-আরিফুলের সেঞ্চুরি দিয়ে মৌসুম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম সেঞ্চুরি দিয়ে শুরু করলেন খুলনার তুষার ইমরান ও রংপুরের আরিফুল হক। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ২০১৮-১৯ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে তুষার ১০৪ রান করেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অপর ম্যাচে আরিফুল হক ১১৭ রানে অপরাজিত থাকেন।

সোমবার টস জয়ী খুলনার হয়ে তুষারের সেঞ্চুরির দিনে বল হাতে ঝলক দেখিয়েছেন প্রতিপক্ষ রাজশাহী বিভাগের পেসার শফিউল ইসলাম। ১২তম ওভার বল করে ৪৩ রানের বিনিময়ে পেয়েছেন ৫ উইকেট। তুষার ইমরান ১০৪ রানে জহুরুল ইসলামের গ্লাভসবন্দি হয়েছেন। ইনিংসটি খেলতে তুষার ৪ মেরেছেন ১৪টি ও ৬ দুটি।

এদিকে দিনের অপর ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে আরিফুল হকের ১১৭, নাইম ইসলামের ৯২ রানের সুবাধে দিন শেষে রংপুরের সংগ্রহ ৩০০ রান। বরিশালের হয়ে সোহাগ গাজী ২টি, কামরুল ইসলাম রাব্বি, সালমান হোসেন ইমন ও মনির হোসেন খান ১টি করে পান।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি