ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

‘তাদের মন-মানসিকতা কেমন সেটা বলা মুশকিল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ। প্রথমবার সন্তান হওয়ার খবরটি নিজের ফেসবুকে জানান তিনি। শিশু সন্তানের সঙ্গে নিজের ও স্ত্রীর একটি সেলফি পোস্ট করেন তাসকিন। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু বিপত্তি হয় ছবিটি প্রকাশের পর থেকেই।

তাসকিন ছবিটি পোস্ট করে সেখানে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছেলে।’

ছবিটি পোস্ট দেয়ার কিছুক্ষণ পরেই মন্তব্য আসতে শুরু করে। এর মধ্যে বেশ কিছু নেতিবাচক মন্তব্য দেখা যায়। যার মূল বিষয় ছিল তাসকিন আহমেদ ও তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার বিয়ের সময়কাল ও সন্তান জন্ম নেয়ার সময়কাল নিয়ে। যা এতোটাই অরুচিকর যে শেষ পর্যন্ত তাসকিন আহমেদ নিজেই বাধ্য হয়ে একটি ব্যাখ্যামূলক মন্তব্য পোস্ট করেন।

যেখানে তিনি লেখেন, ‘সবার উদ্দেশ্যে ১টা কথা বলি, কেও মনে কিছু নিয়েন্না, আমার বিয়ে হইসে ১১ মাস. দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এসেই বিয়ে করলাম ৩১ অক্টোবর এবং বিয়ের বয়স হলো ১১ মাস, সাউথ আফ্রিকা ছিলাম ৪৮ দিন, সব মিলিয়ে হল ১২ মাস ১৮ দিন. আমার পুত্র সন্তান হইলো ৯ মাস ২৭ দিনে.. জদি বিয়ের আগে আমার স্ত্রী প্রেগন্যান্ট হইতো তা হলে আমার বাচ্চা বিয়ের ৬ মাস এর মদ্দেই দুনিয়াতে থাকতো..যাই হোক যাদের ভুল ধারণা ছিল আমাদের প্রতি তাদের জন্যে এই মেসেজটি,, ধন্নবাদ.."

এবিষয়ে তাসকিন আহমেদ তার প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমার যখন বিয়ে হয়েছিল তখনও বেশ কিছু সংবাদমাধ্যম আবোলতাবোল সংবাদ প্রকাশ করে। ওই সময় মানুষও সেটা বিশ্বাস করে অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছে।’

তিনি আরও বলেন, ‘একটা ভালো মুহূর্তেও এমন মন্তব্য যারা করে তাদের মন-মানসিকতা কেমন সেটা বলা মুশকিল।’

তাসকিনের মন্তব্যের পর অবশ্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের প্রতি সহমর্মিতা ও নবাগত সন্তানকে স্বাগত জানায়।

সূত্র : বিবিসি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি