ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ব্যাটিংয়ে ঝলক দেখালেন বোলার সাইফুদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মিরপুর স্টেডিয়ামে আজ ব্যাটিং ঝলক দেখালেন ইমরুল কায়েস। তার ১৪৪ রানে ভর করে টাইগারদের স্কোর ২৭১।

তবে আজকের ম্যাচে আরেকটি বিষয় সবচেয়ে আলোচিত। সেটি হচ্ছে বোলার সাইফউদ্দিনের ঝলক দেখল ক্রিকেট বিশ্ব।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন এই বছরের জানুয়ারির দল থেকে বাদ পড়া মোহাম্মদ সাইফুদ্দিন।

এদিন, ১৩৯ রানে ৬ উইকেট পড়ার পর বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঠিক তখনই ইমরুল কায়েসের সঙ্গে জুটি গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতকের দেখা পান এই বোলিং অলরাউন্ডার। ৬৮ বলে ৩ চার ও এক ছক্কার সাহায্যে একেবারে ৫০ রান পূর্ণ করে সাজঘরে ফেরেন তিনি।

এদিকে, সেঞ্চুরি পেয়েছেন বার বার জাতীয় দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস। ১১৮ বলে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পান এই ওপেনার। এরপর অবশ্য জিম্বাবুয়ে বোলারদের ওপর চড়াও হন ইমরুল। শেষ পর্যন্ত ১৪০ বলে ১৪৪ রানে থামেন তিনি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি