ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নেপালকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

স্বাগতিক নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ ‘এ’ গ্রুপের দ্বিতীয় এবং শেষ ম্যাচে ২-১ গোলে স্বাগতিকদের পরাজিত করে ১০ জনের বাংলাদেশ দল।     

এই জয়ের ফলে ১ম সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে লাল সুবজ জার্সিধারীরা। দ্বিতীয় সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের মোকাবেলা করবে ‘এ’ গ্রুপের রানার্সআপ স্বাগতিক নেপাল। একই ভেন্যুতে দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর বৃহস্পতিবার।

আজ নেপালের রাজধানী কাঠমুন্ডের অল নেপাল ফুটবল এসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২য় ও ৪৬তম মিনিটে বাংলাদেশের পক্ষে গোল দু’টি করেন মিডফিল্ডার ইবনে আহাদ শাকিল। তবে ৩৪তম মিনিটে পেনাল্টি থেকে নেপালের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন জান লিম্বু। এর আগে ৩৩তম মিনিটে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়া হন বাংলাদেশ দলের গোলরক্ষক মিতুল হাসান। ফলে ১০ জন নিয়ে বাকী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেই বাংলাদেশ।

গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সুচনা করেছিল বাংলাদেশের বালকরা। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে দ্বীপ দেশটিকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক নেপাল।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি