ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়া সফরে ভারতকে এগিয়ে রাখছেন টমসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয় নিয়ে কোনও সন্দেহ নেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার জেফ টমসনের। শুধু জেতাই নয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে বিরাট কোহলির দল সিরিজ জিতবে বলেও জানিয়ে দিলেন।

সাহিত্য উৎসবে অংশ নিতে ভুবনেশ্বরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ফাস্ট বোলার। যেখানে ভারতের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে টমসন বলেন, ‘ভারতের দলটা খুব জমাট। পেস আক্রমণ খুব ভাল। ঠিক মতো খেললে সিরিজ না জেতার কোনও কারণ নেই। স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার এই সিরিজে খেলবে না। ওদের ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং কিন্তু খুবই সাধারণ পর্যায়ের।’

বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পরে আপাতত নির্বাসনে আছেন স্মিথ-ওয়ার্নার। টমসন মনে করেন, ওই ঘটনায় অস্ট্রেলিয়ার ভাবমূর্তি নষ্ট হলেও ক্রিকেটারদের ১২ মাস সাসপেন্ড করাটা বাড়াবাড়ি  হয়ে গেছে। 

পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যে রকম খেলেছেন, তাতে একেবারেই খুশি নন টমসন।

তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক দেখেছেন? ওরা যেন সব বলই মাঠের বাইরে পাঠাতে চাইছিল। টেকনিকের কোনও বালাই নেই। অতিরিক্ত ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কুফল এটা।’

ভারতের ব্যাটিং নিয়ে বলার সময় স্বাভাবিক ভাবে উঠে আসে বিরাট কোহালি প্রসঙ্গ। কোহালিকে কি নতুন সচিন তেন্ডুলকার বলা যায়? প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে টমসন বলেন, ‘বিরাট কোহালি দারুণ এক জন ব্যাটসম্যান হিসেবে উঠে আসছে, কিন্তু অন্য কোনও যুগ হলে হয়তো ও অন্য ভাবে খেলত। এখন তো দেখি, কোনও ব্যাটসম্যান দু’ওভার রান না পেলেই দুমদাম চালিয়ে বাউন্ডারি তুলে নিচ্ছে।’ কোহালি যে কঠিন মানসিকতা নিয়ে ক্রিকেটটা খেলেন, সেটা ভারতের বাকিদের মধ্যেও দেখতে চান টমসন।

তার মন্তব্য, ‘কোহালি যে রকম কঠিন মানসকিতার পরিচয় দেখায় খেলার সময়, বাকিদেরও সেটা দেখানো উচিত। ও আউট হয়ে গেলেও বাকিদের লড়াইটা জারি রাখতে হবে। অস্ট্রেলিয়ায় ৩০০-৩৫০ রান করলেই জেতা যাবে বলে আমার মনে হয়।’

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি