ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংস

জিম্বাবুয়েকে ১৮১ রানে আটকে দিল তাইজুল-মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৪, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তাইজুল-মিরাজ ঘূর্ণিতে কুপোকাত জিম্বাবুয়ে। সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুল ও মিরাজকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে জিম্বুাবুয়ের ব্যাটসম্যানদের। অতিথিদের ১৮১ রানে আটকে দিল এই দুই বোলার।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে অলআউট হয়েছে দুইশ’ রান থেকে ১৯ রান দূরে থেকে। জিম্বাবুয়ের ১০ উইকেটের মধ্যে ৫ টি তুলে নিয়েছেন প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল। আর ৩ টি উইকেট পেয়েছেন অফ স্পিনার মেহেদী মিরাজ। বাকী দুটি উইকেট গেছে নাজমুলের ঝুলিতে।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে ভালো করেছেন মাসাকাদজা। হাফ সেঞ্চুরি থেকে ২ দুই দূরে থেকে আউট হন তিনি। জিম্বাবুয়ের পক্ষে ৬ ব্যাটসম্যান দুই অংক ছুঁয়েছেন। এদের মধ্যে টেইলর ২৪, সিকান্দার রাজা ২৫, উইলিয়ামস ২০ আর বোলার মাসাকাদজা করেছেন ১৭ রান।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি