ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকার কাছে হার অস্ট্রেলিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ১৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ৩১ রান। অর্থাৎ ৬ বলেই বড় ব্যবধান। কিন্তু না, মুহূর্তেই জলে উঠলেন ব্যাটসম্যানরা। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে আশা জাগিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল।

কেরারায় বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি দক্ষিণ আফ্রিকার কাছে ২১ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলেছে দক্ষিণ আফ্রিকা। বিরতির সময় উইকটে হারালেও ঝুঁকি নিতে দ্বিধা করেনি তারা। ৬ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে প্রোটিয়ারা।

১৫ বলে ২৭ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দুই ওপেনার কুইন্টন ডি কক ১৬ বলে ২২ আর রিজা হেনড্রিকস ৮ বলে করেন ১৯ রান। এছাড়া হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে আসে ৬ বলে ১২ রান।

খেলার শুরুটা মারকুটে করলেও দক্ষিণ আফ্রিকান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পরে হাত খুলে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তিনি করেন ২৩ বলে ৩৮ রান। ওপেনার ক্রিস লিন করেন ১০ বলে ১৪। বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৭ উইকেটে ৮৭ রানে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি