ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ১১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪৭, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকাতে দ্বিতীয় ম্যাচ জিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচ জিতে তিন ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই আজ সিরিজ নিশ্চিত করতে চায় টাইগারর। পক্ষান্তরে একই ভেন্যুতে দুপুর একটায় শুরু হওয়া ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।
দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে লড়াইয়ে নামে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে টাইগাররা। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
বাংলাদেশী বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ১৯৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় সফরকারীরা। ক্যারিবীয়দের বড় সংগ্রহে প্রধান বাধা হিসেবে ছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। কম যাননি মুস্তাফিজুর রহমানও। ৩৫ রানে ৩ উইকেট নেন তিনিও। এছাড়া অন্য তিন বোলার মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসান-রুবেল হোসেনও ১টি করে উইকেট নেন। তবে সব বোলারই ছিলেন কিপ্টে।
১৯৬ রানের লক্ষ্যটা হেসেখেলেই অতিক্রম করেছে বাংলাদেশ। ব্যাট হাতে মুশফিকুর রহিমের অপরাজিত ৫৫ রান বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা রাখে। দলের জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন ওপেনার লিটন দাস ও সাকিবও। লিটন ৪১ ও সাকিব ৩০ রান করেন। তাই ৮৯ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২শতম ম্যাচে বাংলাদেশের জয় ও সেরা খেলোয়াড়ের স্বাদ পেয়েছেন অধিনায়ক মাশরাফি।
বাংলাদেশ দল :

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ দল :

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাাভো, রোস্টন চেজ, শাই হোপ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাফেট, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস ও ওশানে টমাস।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি