ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন দাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ওপেনিংয়ে নামা লিটন দাশ দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পান, পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
ম্যাচের মাত্র নবম বলেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলের উদ্বোধনী এই ব্যাটসম্যানকে।
ক্যারিবীয়ান গতি তারকা ওশেন থমাসের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দ্রুতগতির ইয়র্কারটি সামাল দিতে পারেননি লিটন। তার করা ফ্লিক শটটি গিয়ে আঘাত হানে সরাসরি লিটনের পায়ের গোড়ালির পাশের অরক্ষিত অংশে। তবে এক রান সম্পন্ন করলেও নন স্ট্রাইক প্রান্তের পপিং ক্রিজ ছুঁয়েই মাটিতে শুয়ে পড়েন লিটন। পায়ের ব্যথার আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। তাৎক্ষণিকভাবে দলের ফিজিও এসে পর্যবেক্ষণ কতেন তার অবস্থা। ব্যথা গুরুতর দেখে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় লিটনকে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি