ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ এ এগিয়ে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:০৩, ৩০ ডিসেম্বর ২০১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে নিল বিরাট কোহলির ভারত। জয়ের ফলে ২-১ হল সিরিজ এবং বর্ডার-গাওস্কর ট্রফি দখলে রাখল ভারত। এর পর দেখা হবে সিডনিতে।

ম্যাচ জয়ের জন্য পঞ্চম দিন কোহলিদের দরকার ছিল মাত্র দু’উইকেট৷ শেষ দিনে অজিদের শেষ দুই উইকেট ভাগাভাগি করে নিলেন বুমরাহ ও ইশান্ত৷ ম্যাচে নয় উইকেট পেলেন তরুণ বুমরাহ৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ২৬১ রানে৷ প্রথম ইনিংসে কেরিয়ারের সেরা বোলিং (৩৩/৬) করার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন বুম বুম বুমরাহ৷

শেষবার ১৯৮১ সালে সুনীল গাভাসকরের অধিনায়ত্বে মেলবোর্নে টেস্ট ম্যাচ জিতেছিল ভারতীয় দল৷ এরপর ঐতিহাসিক এই মাঠে আর টেস্ট জেতা হয়ে ওঠেনি ভারতের৷ দীর্ঘ সাড়ে তিন দশক পর কোহলির নেতৃত্বে এবার মেলবোর্নে টেস্ট জিতে ইতিহাস বিরাটব্রিগেডের৷

ম্যাচের শেষ দিন বৃষ্টি চোখ রাঙালে প্রথম সেশনের খেলা ভেস্তে যায়৷ লাঞ্চের পর খেলা চালু হতেই এরপর ভারতীয় পেস আক্রমণের সামনে ৪ ওভার ৫ বোলের মধ্যেই কামিন্স-ন্যাথন লায়নের সব প্রতিরোধ শেষ৷ বুমরাহের বলে ফার্স্ট স্লিপে পূজারার হাতে ক্যাচ দিয়ে ৬৩ রান প্যাভিলিয়নে ফেরেন কামিন্স৷ ব্যাক্তিগত দু’রান যোগ করে এদিন আউট হন অজি পেসার৷ পরের ওভারেই ন্যাথন লায়নকে তুলে নিয়ে অজি ইনিংসে শেষ পেরেক পুঁতে দেন ইশান্ত শর্মা৷ মেলবোর্নে চার ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট জিতে বর্ডার গাভাসকর ট্রফির দখল নিল কোহলি অ্যান্ড কোং৷ ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের শেষ ম্যাচে পেইনদের মুখোমুখি হবে ভারত৷

সিরিজে ২-১ লিড নেওয়ায় প্রথমবারের জন্য অজিভূমি থেকে টেস্ট সিরিজ জিতে দেশের বিমান ধরার সুযোগের হাতছানি কোহলিদের সামনে৷ এর আগে ভারতীয় কোনও দল অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরেনি৷ এমনকি অজি ভূমিতে কোনও এক সফরে দুটি টেস্ট ম্যাচ জয়ের নজিরও একবারই রয়েছে৷ ১৯৭৮ সালে বিষাণ সিং বেদীর নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজে দুটি ম্যাচ জিতেছিল ভারত৷ যদিও সেবার ভারত সিরিজ হারে ২-৩ ব্যবধানে৷ চার দশক পর কোহলি জমানায়, অজিদের ডেরায় কোনও টেস্ট সিরিজে দুটি টেস্ট জিতল ভারতীয় দল৷

একনজরে মেলবোর্ন টেস্ট

ভারত প্রথম ইনিংস- ৪৪৩/৭ ডিক্লেয়ার, দ্বিতীয় ইনিংস- ১০৬/৮ ডিক্লেয়ার

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ১৫১রান, দ্বিতীয় ইনিংস-২৬১ রান৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি