ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিশেষ অলিম্পিক শেষ

দেশে ফিরেছে বাংলাদেশ দল (ভিডিও)

প্রকাশিত : ১৬:৪৮, ২৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:৪৯, ২৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সংযুক্ত আরব আমিরাতে বিশেষ অলিম্পিকে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রাত সোয়া ১১টার দিকে তাদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবারের আসরে বাংলাদেশের ১৪০ জন প্রতিযোগী অংশ নেন।

বিশেষ অলিম্পিকে অংশ নেয়া বাংলাদেশের খেলোয়াড়দের বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ভবিষ্যতে বিশেষ অলিম্পিকে অংশ নেয়া খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

পরে বিশেষ অলিম্পিক দলের সঙ্গে থাকা কর্মকর্তারা বলেন, অনুশীলনের বেশি সুযোগ পেলে ফল আরো ভালে হতে পারতো।

খেলোয়াড়দের সাফল্যে উচ্ছ্বাস জানান অভিভাবকরা।

সংযুক্ত আরব আমিরাতে এবারের আসরে ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশ দল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি