ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

সৌম্যের ডাবল সেঞ্চুরির রেকর্ড

প্রকাশিত : ২০:০৭, ২৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

অনেকদিন ধরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না তার। তারপরও বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ফলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার বৃষ্টি ঝরেছিলো তাকে নিয়ে। সবকিছুর জবাব সৌম্য দিচ্ছেন ব্যাট হাতে।

মঙ্গলবার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে চার-ছক্কার বৃষ্টি বইয়ে দিয়ে ৭৮ বলে তুলে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। ১২১ বলে ১১টি চার ও ১৬টি ছয়ে সৌম্য অপরাজিত থাকেন ১৬৯ রানে। বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে (লিস্ট ‘এ’ ও আন্তর্জাতিক ওডিআই মিলে), এই প্রথম কোনো ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌম্য সরকার।

গত রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১১ ছক্কায় ১৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের পক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড করেছিলেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ডানহাতি তরুণ সাইফ হাসান।
তবে একদিনের মধেই সে রেকর্ড ভেঙে এককভাবে ছক্কার রেকর্ড গড়েন আবাহনী লিমিটেডের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার।
এর আগে গত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন নিজ দল আবাহনী লিমিটেডের।

সময়টা বড্ড বাজে কাটছিল সৌম্যর। দুঃসময় পেছনে ফেলে বিশ্বকাপের আগেই বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি। টানা শতকের আগের ১১ ম্যাচে করেছিলেন ১৯৭ রান। সেখানে শেষ দুটি ইনিংসেই তা ছাড়িয়ে গেলেন টাইগার বাঁহাতি ওপেনার।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি