উদ্বোধনী ম্যাচে দ.আফ্রিকার সম্ভাব্য একাদশ
প্রকাশিত : ১২:২৬, ৩০ মে ২০১৯

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো বিশ্বকাপ ১২তম আসরের। এখন উত্তেজনায় কাঁপছে ক্রিকেট বিশ্ব। লন্ডনে আজ বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে।
সাতটি বিশ্বকাপে অংশগ্রহণ করে একবার (১৯৯৬) বাদে প্রতিবারই সেমিফাইনালে খেলেছেন প্রোটিয়ারা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাদের। এবার সেই অধরা ফাইনালের লক্ষ্যেই খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য)
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।