ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

বিশ্বকাপে ইংল্যান্ড-দ. আফ্রিকার পরিসংখ্যান

প্রকাশিত : ১৪:৫৭, ৩০ মে ২০১৯ | আপডেট: ১৫:০৩, ৩০ মে ২০১৯

বর্ণাঢ্য ওপেনিং পার্টি দিয়ে পর্দা উঠলো বিশ্বকাপের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে।

বিশ বছর পর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ। ২২ গজের লড়াই শুরুর আগে উত্তেজনায় কাঁপছে ক্রিকেট বিশ্ব। কোন দলের কতদূর যাওয়ার সম্ভাবনা, সেই আলোচনাও চলছে।

১৯৯২-এর পর ফের বিশ্বকাপ হতে চলেছে রাউন্ড রবিন ফরম্যাটে৷ অর্থাৎ ১০ দলের টুর্নামেন্টে লিগে প্রতিটি দল প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে৷ লিগে সেরা চার দল সেমিফাইনালে উঠবে৷

ক্রিকেট ঐতিহ্যে ভরপুর হলেও দুই দলই কোনও দিন বিশ্বকাপ জেতেনি৷ ঘরের মাঠে এবার ফেভারিট তকমা নিয়ে অভিযান শুরু করছে ইংল্যান্ড৷ আর চোকার্স তকমা ঘুচানোর লক্ষ্যে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা৷

ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সাক্ষাত হয়েছে মোট ৬ বার৷ দুই দলই তিনবার করে জিতেছে৷

২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল ইংল্যান্ড৷ কিন্তু শেষ দুই বছর দারুণ ক্রিকেট খেলছে তারা৷ ইয়ন মর্গ্যানের নেতৃত্বে ইংল্যান্ডকে ফেভারিট বলছেন বিশেষজ্ঞরা৷ আইসিসি ওয়ানডে ব়্যাংকিংয়ে শীর্ষস্থানে থেকে বিশ্বকাপে নামছে ইংল্যান্ড৷

ওয়ানডে ক্রিকেটে মর্গ্যানের নেতৃত্বে দু’বার সর্বোচ্চ স্কোর করেছে ইংল্যান্ড৷ ছয় উইকেটে ৪৮১ রান সর্বোচ্চ৷ ইংল্যান্ড ব্যাটিংয়ের স্তম্ভ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট এবং ক্যাপ্টেন মর্গ্যান৷ এছাড়াও উইকেটকিপার ব্যাটসম্যান জোস বাটলারের বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারে৷  

এদিকে, দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপে নামছে ফ্যাফ ডু’ প্লেসির নেতৃত্বে৷ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত৷ কোনও দিন ফাইনালের গণ্ডি ছুঁতে পারেনি প্রোটিয়াবাহিনী৷ প্রথম ম্যাচে দলের অভিজ্ঞ পেসার ডেল স্টেইনকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা৷ প্রোটিয়া কোচ ওটিস গিবসন অবশ্য মনে করেন আয়োজক হিসেবে ইংল্যান্ডই চাপে থাকবে৷


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি