ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১১:০৩, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় নিয়ে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ অভিযান শুরু করেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

আত্মবিশ্বাস ধরে রাখা এবং জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বিশ্বকাপে যেখানে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান, শ্রীলঙ্কা ১৫০ রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি, সেখানে নিজেদেরই রেকর্ড ভেঙে ৩৩১ রানের লক্ষ্যমাত্রা রেখে ২১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল বাংলাদেশ। ফলে ইংল্যান্ডের মাটিতে গৌরবের নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশ।

এদিন, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রেকর্ড পার্টনারশিপে ভর করে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ৩৩১ রানের বিশাল লক্ষ্য ঝুলিয়ে দেয়৷ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে৷ সাকিব ও মুশফিক ছাড়াও ব্যাট হাতে নজর কাড়েন মাহমুদুল্লাহ, সৌম্য সরকাররাও৷

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩০৯ রানের বেশি তুলতে পারেনি৷

ফাফ ডু’ প্লেসি (৬২) ও জে পি ডুমিনিরাও (৪৫) ম্যাচ বের করে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু মেহেদি হাসানসহ বাংলাদেশের বোলাররা যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তাই আফ্রিকার সিংহের গর্জন ম্লান হয়েছে টাইগারদের কাছে। প্রোটিয়ারা শেষমেশ ম্যাচ হারে ২১ রানের ব্যবধানে৷


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি