ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আইসিসির কভারে সাইফউদ্দিন!

প্রকাশিত : ১২:৪৫, ৩ জুন ২০১৯ | আপডেট: ১২:৫৯, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের কভারে ঠাঁই পেয়েছে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনের একটি ছবি।

বিশ্বকাপে রোববার দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রোটিয়া ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারে দারুণ খেলতে থাকা ফন ডার ডুসেনকে বোল্ড করেন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েই নিজের চিরচেনা উদযাপন করেন সাইফ।

সেই ছবিটিই নিজেদের ফেসবুক ও টুইটারের কভারে আপলোড করেছে আইসিসি। ম্যাচে ৮ ওভার বোলিং করে ১ মেডেনসহ ৫৭ রান খরচায় ২ উইকেট শিকার করে টাইগারদের জয়ে অবদান রাখেন সাইফ। হাতেনাতে সেই স্বীকৃতি পেলেন তিনি।

উল্লেখ্য, আইসিসির ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টের কভার ফটো নিয়মিত পরিবর্তন করা হয়। বিশ্বের যেকোনো প্রান্তে ম্যাচজয়ী সদস্যের ছবি দেয়া হয়। সামনের ম্যাচগুলোতে ভালো করে তাতে জায়গা করে নেয়ার সুযোগ থাকছে অন্য টাইগারদেরও।

তথ্যসূত্র: আইসিসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি