ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বাংলাদেশের জয়ে সোহা আলী খানের আবেগঘন টুইট

প্রকাশিত : ১৩:৩৯, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। নিজেদেরই রেকর্ড ভেঙে ৩৩১ রানের লক্ষ্যমাত্রা রেখে ২১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে টাইগাররা। এতে ইংল্যান্ডের মাটিতে গৌরবের নতুন ইতিহাস রচনা করল মাশরাফি বাহিনী।

এ জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে প্রশংসার জোয়ারে ভাসছে গোটা বাংলাদেশ দল।

আসলে মাশরাফি-সাকিব-মুশফিকদের পারফরম্যান্স ছুঁয়ে গেছে কোটি কোটি ক্রিকেট ভক্তের মন। আর সেই তালিকায় আছেন মায়ের সূত্রে বাঙালি বলিউড তারকা সোহা আলি খানও।

বাংলাদেশের এ বিজয়ে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন সোহা আলি খান। জানান, ‘ক্রিকেট বিশ্বকাপে টিম বাংলাদেশ কী দারুণ পারফরম্যান্সটাই না দেখালো! আজ শেকড়ের টান অনুভব করলাম।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি