ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৬:৪৩, ৬ জুন ২০১৯ | আপডেট: ২০:২১, ৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, শেলডন কটরিল, ওশান থমাসের বোলিং গতিতে দিশেহারা অস্ট্রেলিয়া। শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া।

মাত্র ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। অ্যারন ফিঞ্চ, ডেভি ওয়ার্নার, উসমান খাজা ও ম্যাক্সওয়েলের উইকেট হারিয়ে চাপের মধ্যে অসিরা।

এই চার জনের মধ্যে উসমান সর্বোচ্চ ১৩ রান করার সুযোগ পান। গ্ল্যান ম্যাক্সওলকে রানের খাতাই খুলতে দেননি কটরিল। দ্বিতীয় বলেই ফেরেন অস্ট্রেলিয়ান এ অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ান সেরা চার ব্যাটসম্যান ক্যাচ তুলে দিয়ে ফেরেন। ফিঞ্চ, খাজা ও ম্যাক্সওয়েলের ক্যাচ তালুবন্দী করেন উইন্ডিজ উইকেটকিপার শাই হোপ। ডেভিড ওয়ার্নারের ক্যাচ তুলে নেন সিমরন হিতমার।

এরআগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয়।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নেমেছে দুই শক্তিশালী দল।

বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও উইন্ডিজ এর আগে ৯ ম্যাচে মুখোমুখি হয়। আগের সাক্ষাতে ৫ ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ আর ৪টিতে জয় পায় অস্ট্রেলিয়া।

আন্তর্জাতিক ওয়ানডেতে ১৩৯ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তার মধ্যে ৭৩ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর ৬০টিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ম্যাচ টাই আর তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি