বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কে কোথায়?
প্রকাশিত : ১৮:৪১, ৬ জুন ২০১৯ | আপডেট: ১৯:৩৪, ৬ জুন ২০১৯
২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জমে উঠেছে। দীর্ঘ দেড়মাস ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের সবাই একে অন্যের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সেমিফাইনালে। ইতিমধ্যে বেশ কয়েকটি খেলা হয়েগেছে। শুরু হয়েছে পয়েন্ট টেবিলে সংখ্যার হিসেব।
এ পর্যন্ত নিউজিল্যান্ড খেলেছে ২টি ম্যাচ, জয় পেয়েছে ২টি। উইন্ডিজ খেলেছে ১টি ম্যাচ (আজ একটি খেলা চলছে), জয় পেয়েছে ১টি। অস্ট্রেলিয়া খেলেছে ১টি ম্যাচ, জয় পেয়েছে ১টি। ইংল্যান্ড খেলেছে ২টি ম্যাচ, জয় পেয়েছে ১টি। ভারত খেলেছে ১টি ম্যাচ, জয় লাভ করেছে ১টি। বাংলাদেশ খেলেছে ২টি ম্যাচ, জয় লাভ করেছে ১টি। শ্রীলঙ্কা খেলেছে ২টি ম্যাচ, জয় পেয়েছে ১টিতে। পাকিস্তান খেলেছে ২টি ম্যাচ, জয় লাভ করেছে ১টি ম্যাচ। দ. আফ্রিকা খেলেছে ৩টি ম্যাচ, জয় লাভ করতে পারেনি একটিও। আফগানিস্তান খেলেছে ২টি ম্যাচ, জয় লাভ করতে পারেনি একটিও।
এবার এক নজরে দেখে নিন বিশ্বকাপ পয়েন্ট টেবিল :
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
| নিউজিল্যান্ড | ২ | ২ | ০ | ৪ | ২.২৭৯ |
| উইন্ডিজ | ১ | ১ | ০ | ২ | ৫.৮০২ |
| অস্ট্রেলিয়া | ১ | ১ | ০ | ২ | ১.৮৬ |
| ইংল্যান্ড | ২ | ১ | ১ | ২ | ০.৯ |
| ভারত | ১ | ১ | ০ | ২ | ০.৩০২ |
| বাংলাদেশ | ২ | ১ | ১ | ২ | ০.০০৮ |
| শ্রীলঙ্কা | ২ | ১ | ১ | ২ | -১.৫১৭ |
| পাকিস্তান | ২ | ১ | ১ | ২ | -২.৪১২ |
| দ. আফ্রিকা | ৩ | ০ | ৩ | ০ | -০.৯৫২ |
| আফগানিস্তান | ২ | ০ | ২ | ০ | -১.২৬৪ |
এসএ/










