ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ভিভ রিচার্ডসকে পেছনে ফেললেন গেইল

প্রকাশিত : ১০:৩৫, ৭ জুন ২০১৯ | আপডেট: ১০:৪৫, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৬৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এ ম্যাচে হেরে গেলেও কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসকে পেছনে ফেললেন ব্যাটিং দানব ক্রিস গেইল।

বিশ্বকাপে ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহে ভিভ রিচার্ডকে ছাড়িয়ে যান গেইল।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন গেইল। তার আগে ১৭ বলে ৪টি চারের সাহায্যে ২১ রান করেন তিনি। এই রান করার মধ্য দিয়ে সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে যান ব্যাটিং দানব।

বিশ্বকাপে এতদিন ২৩ ম্যাচে ১০১৩ রান নিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় পজিশনে ছিলেন রিচার্ডস। বৃহস্পতিবার ২১ রান করার পথে রিচার্ডসকে ছাড়িয়ে যান গেইল। তার সংগ্রহ ২৮ ম্যাচে ১০১৫ রান।

বিশ্বকাপে উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ এক হাজার ২২৫ রান করেন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। গেইলের সামনে এখন শুধু লারাই আছেন। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে গেইলের এটাই শেষ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে লারার সেই রেকর্ডে ভেঙে দিতে পারেন গেইল।

তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রান করেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তি এই ক্রিকেটার ৪৫ ম্যাচে এ রান করেন। এক হাজার ৭৪৩ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি